স্যামসাং গ্যালাক্সি A01 bd review bangla




স্যামসাং গ্যালাক্সি A01 ফোনটি বাংলাদেশের বাজারে 2020 সালে রিলিজ হয়েছে এই ফোনটিতে ফিচার হিসেবে রয়েছে। যদি কালারের দিক দিয়ে বলা হয় তাহলে সুন্দর তিনটি কালার রয়েছে প্রথম কালার এর দিকে রয়েছে লাল এবং ব্লু আর কালো। নেটওয়ার্কের দিক থেকে পেয়ে যাবেন আপনি 2g 3g 4g সাপোর্টেড এবং সিম মেয়ের দিকে রয়েছে ডুয়েল সিম সাপোর্টেড। ওয়াই-ফাই হটস্পট তো থাকছেই ব্লুটুথ দিকে রয়েছে v4.2। ওয়েট হিসেবে রয়েছে 149 গ্রাম এর ডিসপ্লে সাইজ 5.7 ইঞ্চি ডিসপ্লে রেজুলেশন এইচডি প্লাস 720 * 1520। এদিকে রয়েছে এফএম রেডিও। আরো রয়েছে ও টি জি সাপোর্টেড এবং ইউএসবি 2.0 ক্যামেরা দিকেও রয়েছে অনেক সুন্দর ফিচার। পিছনে রয়েছে ডুয়েল ক্যামেরা 13 মেগাপিক্সেলের 2 মেগাপিক্সেলের আর সামনের ক্যামেরার দিকে রয়েছে 8 মেগাপিক্সেল এর একটি সুন্দর ক্যামেরা দিয়ে সহজেই সেলফি তোলা যাবে।আরো সুন্দর একটি ফিচার রয়েছে যেটি সামনের ক্যামেরা দিয়ে ও ভিডিও রেকর্ডিং করা যাবে এবং পিছনের ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ডিং করা যাবে। এটাতে প্রসেসর হিসেবে রয়েছে অক্টাকোর 1.95 গিগাহার্জ। রামের দিক থেকে রয়েছে 2gb রেম এবং 16gb রম। মেমোরি সলোট রয়েছে এবং অডিও জ্যাক 3.5 এমএম। অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড টেন। এই ফোনটি খুব অল্প টাকাতেই পাওয়া যাবে আপনি এদিকে পেতে হলে আপনার খরচ হবে মাত্র 9999 টাকা। এই ফোনটি বাংলাদেশের বাজারে নতুন এসেছে।

Post a Comment

Previous Post Next Post

Sponsored Links