Dell XPS 13
Dell XPS 13 laptop
বাংলাদেশ ব্লাউজ বহুল ল্যাপটপ গুলোর মধ্যে এটিও একটি বিলাসবহুল ল্যাপটপ এর মধ্যে রয়েছে। এই ল্যাপটপটি দেখতে অনেক সুন্দর ও স্টাইলিস্ট একবার দেখলেই খুব ভালো লাগার মতোই একটি ল্যাপটপ। এই ল্যাপটপটি বাংলাদেশ বাজারে এসেছে 2020 সালে।এই ল্যাপটপটি অনেক উন্নত মানের যেটি ব্যবহার করে আপনারা খুব আনন্দ পাবেন।এই ল্যাপটপটি কেনার জন্য আপনার খরচ করতে হবে 1 লক্ষ 6 হাজার টাকা। এই ল্যাপটপটিতে কোর হিসেবে রয়েছে আই ফাইভ ।
রাম হিসেবে রয়েছে 16gb র্যাম এবং 1000 জিবি হার্ডডিক্স এর সাথে আরও রয়েছে 500gb এসএসডি হার্ডডিস্ক জেটি ল্যাপটপটিকে অনেক হেল্প ফুল হিসেবে প্রদান করে। যেকোনো বড় বড় সফটওয়্যার ব্যবহার করা যাবে প্রিমিয়াম প্রো এর মত সফটওয়্যার গুলো এতে খুব সহজে ইন্সটল করে ব্যবহার করা যাবে। এটিতে গ্রাফিক্স হিসেবে রয়েছে 4 জিবি গ্রাফিক্স কার্ড । প্রসেসর হিসেবে 2.50 গিগাহার্জ থেকে 4.50 গিগাহার্জ পর্যন্ত। ডিসপ্লে হিসেবে রয়েছে 15.6 ইঞ্চি এটিতে আপনি 4k সাপোর্টেড পাবেন সেটি আপনাকে ভিডিওকে করে তুলবে জীবন্ত। আসলে এই ল্যাপটপটি দেখার মতোই ল্যাপটপ দেখতে অনেক পাতলা ও ওজনের দিক দিয়ে অনেক কম 1 কেজি 700 গ্রাম ওজন এই ল্যাপটপটিতে যাবে কি করতে অনেক সুবিধা হয়।এখন চলে আসি ব্যাটারি পারফর্মেন্স এর দিকে ব্যাটারির চার্জ ব্যাকআপ ও খুব ভালো দেয় একবার চার্জ করার পরে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আর চার্জ করার প্রয়োজন হয় না সারাক্ষণ ব্যবহার করা যায়। ল্যাপটপটিতে ভিডিও কলিং এর জন্য রয়েছে ক্যামেরা যার রেগুলেশন রয়েছে 5 মেগাপিক্সেলের যার দ্বারা আপনি খুব সহজেই ভিডিও রেকর্ডিং করতে পারবেন এবং ভিডিও চ্যাটিং করতে পারবেন কোন প্রকার সমস্যা ছাড়াই। ফাইল শেয়ারিং এর জন্য পাচ্ছেন ইউএসবি 3.1 পোর্ট দুটি এবং টু পয়েন্ট জিরো পোর্ট জুটি এবং আরো একটি পোর্ট পাচ্ছেন টাইপ সি পোর্ট 3.0 যেটি দিয়ে আপনি খুব সহজেই ফাইল ট্রান্সফার করতে পারবেন খুব দ্রুত এবং অনেক ফাস্ট লি।
Post a Comment