Samsung Galaxy A50 new phone 2020 review in bangla



স্যামসাং গ্যালাক্সি A50 

2019 সালে রিলিজ কৃত সেরা ফোন হল এই ফোনটি এই ফোনটি দেখতে অনেক সুন্দর এটি অনেক এই ফোনটি অনেক পাতলা হাতে নিলে মনে হয়। যেন পাতলা কোনকিছু ধরে আছে এটি হাতে নিলে হাতের সাথে পুরাই মিশে যায় ব্যবহারকারী এটিতে কোন সমস্যা খুঁজে পাবেনা। এই ফোনটিতে কালার হিসেবে রয়েছে তিনটি কালার যেমন লাল সবুজ এবং ব্লু এই কালার তিনটি খুবই চমৎকার দেখায়। এটিতে নেটওয়ার্ক হিসেবে রয়েছে টুজি থ্রিজি ফোরজি সাপোর্টেড। সিম কার্ড ইউজ করার ক্ষেত্রে থাকছে দুটি সিম স্লট । এখানে আপনি যেকোনো দুটি সিম একই সাথে এ ব্যবহার করতে পারবেন। ইন্টারনেট শেয়ারিং এর জন্য রয়েছে ওয়াইফাই এবং হটস্পট এর ব্যবস্থা যার দ্বারা আপনি ইন্টারনেট ইউজ করতে পারবেন খুব ইজিলি এবং যেকোন ফাইল শেয়ার করতে পারবেন কোন সমস্যা ছাড়াই। এবং ব্লুটুথ শেয়ারিং এর জন্য রয়েছে ব্লুটুথ ভি ফাইভ। এবং রেডিও শোনার জন্য রয়েছে এফএম। যে কোন ফাইল শেয়ারিং এর জন্য পাচ্ছেন ইউএসবি পোর্ট টু পয়েন্ট জিরো। এই ফোনটিতে ওটিজি সাপোর্ট করে এবং চার্জার পোর্ট হিসেবে রয়েছে টাইপ সি পোর্ট যেটার দ্বারা খুব দ্রুত চার্জ করা সম্ভব। এই ফোনটিতে ওজনের দিকে রয়েছে মাত্র 166 গ্রাম ওজন যেটা আপনি খুব ইজিলি ইউজ করতে পারবেন হাতের ভিতর কোন ঝামেলা হয় না ধরতেও খুব সুন্দর দেখায় ব্যবহার করে মজা পাবেন। এখন চলে আসি ডিসপ্লের দিকে ডিসপ্লে তে রয়েছে সিক্স পয়েন্ট 4 ইঞ্চি ডিসপ্লে এ রেগুলেশন হিসেবে রয়েছে ফুল এইচডি ডিসপ্লে যার দ্বারা আপনি সবকিছুই একবারে পানির মত দেখতে পারবেন। এটিতে টেকনোলজি হিসেবে রয়েছে সুপার এমোলেড টাচস্ক্রিন। প্রটেকশন হিসেবে পেয়ে যাবেন 5d কর্নিং গরিল্লা গ্লাস। এখন বলা যাক ক্যামেরার কথা পিছনের ক্যামেরা দিকে রয়েছে 25 যোগ আট যোগ 5 মেগাপিক্সেলের জেটিতে আপনি খুব সহজে ও খুব সুন্দর ভিডিও রেকর্ডিং করতে পারবেন এবং পিকচার তুলতে পারবেন।এখন চলে আসি সামনের ক্যামেরা তে সামনের ক্যামেরাতেও সুন্দর সুন্দর কিছু ফিচার রয়েছে। সামনের ক্যামেরা তে থাকতেও 25 মেগাপিক্সেল যেটি দ্বারা আপনি খুব খুব সুন্দর সেলফি তুলতে পারবেন এবং ভিডিও রেকর্ডিং করতে পারবেন এছাড়াও আপনি বিভিন্ন মুডে এক্সেস করে ও ছবি তুলতে পারবেন। এখন আসা যাক ব্যাটারির দিকে ব্যাটারীতে রয়েছে 4 হাজার এম্পিয়ার ব্যাটারী যেটা আপনাকে খুব ভালো পারফরম্যান্স দিবে সারাটা দিন ধরে এবং চার্জার হিসেবে রয়েছে সুপার ফাস্ট চার্জিং ব্যবস্থা যার ওয়ার্ড 15 ব্যাটারি চার্জিং।অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড টেন এবং ভার্সন হিসেবে রয়েছে পাই ভার্সন ভি নাইন। এখন আসা যাক র্যাম এর দিকে রাম রয়েছে 4 গিগাবাইট এবং রম এর দিকে রয়েছে 64 গিগাবাইট আপনি এটি দ্বারা যে কোন গেম ইন্সটল করতে পারবেন এবং পারফরম্যান্স ও খুব ভাল পাবেন। প্রসেসর এর দিকে রয়েছে অক্টোবর টু পয়েন্ট 3 প্রসেসর টাও খুব উন্নতমানের এবং মেমোরি সাপোর্ট করবে এতে পাঁচশো বত্রিশ জিবি পর্যন্ত। সবশেষে সাউন্ড সিস্টেমের দিকে চলে আসলাম সাউন্ড সিস্টেম হিসেবে রয়েছে লাউড স্পিকার এবং জ্যাক হিসেবে রয়েছে থ্রী পয়েন্ট ফাইভ এমএম যার দ্বারা আপনি খুব ভালো পারফরম্যান্স পাবেন এই ফোনটি কেনার জন্য আপনি নিচের দেওয়া লিংকে ক্লিক করতে পারেন।

Post a Comment

Previous Post Next Post

Sponsored Links