Realme 7i upcoming in Bangladesh | rivew bangla
অনেকদিন পর রিয়েলমি বাজারে নতুন একটি ফোন লঞ্চ করতে চলেছে ফোনটির নাম হল রিয়েলমি সেভেন আই। ফোনটি বাংলাদেশ আসলে এই ফোনটি অনেক মার্কেট পাওয়ার চান্স রয়েছে কারণ রিয়েল মি 5 আই অনেক সুন্দরভাবে মার্কেট পেয়েছিল এবং রিয়েল মি আই ও মার্কেট পেতে চলেছে ওটার কন্ডিশন অনেক ভালো। কম বাজেটের ভিতর একটি ভালো ফোন এখনো রিয়েল মি সেভেন আই এর দাম রিলিজ হয়নি। রেলীজ হলেই আপনাদের জানিয়ে দেওয়া হবে। এই ফোনটি দুটি কালারে বিভক্ত রয়েছে এক সবুজ কালার এবং দ্বিতীয় কালার টি হল ব্লু কালার এই দুটি কালার অনেক সুন্দর ও দেখতে ভালই যে দেখবে তার ভালো লাগবে। এই ফোনটিতে নেটওয়ার্ক হিসেবে রয়েছে 2 জিবি 3 জিবি এবং 4 জীবী সাপোর্টেড যেটি নেটওয়ার্কে হিসেবে অনেক ভালো পারফরম্যান্স পাওয়া যাবে । এটিতে সিম হিসেবে রয়েছে ডুয়েল সিম কিন্তু দুটাই ন্যানো সিম। এটিতে ডিসপ্লে তে রয়েছে 6.5 ইঞ্চি ডিসপ্লে। ওজন হিসেবে থাকছে মাত্র 166 গ্রাম। এটি তেরে মা হিসেবে থাকছে এইট জিবি র্যাম এবং রম হিসেবে পাবেন 128gb রম। অপারেটিং সিস্টেম হিসেবে পাবেন অ্যান্ড্রয়েড টেন ।
এখন চলে আসি ক্যামেরার দিকে মোবাইলটির পেছনে রয়েছে 4 টি ক্যামেরা যার একটি হলো 64 মেগাপিক্সেল দ্বিতীয়টি হলো 8 মেগাপিক্সেল এবং তৃতীয়টি হলো 2 মেগাপিক্সেলের আর চতুর্থটি হলো 2 মেগাপিক্সেলের এই ক্যামেরাগুলোর দ্বারা আপনি খুব সুন্দর ও ভালোভাবে ফটোগ্রাফি করতে পারবেন। আরও থাকছে সামনের দিকের ক্যামেরা 16 মেগাপিক্সেল যেটি দ্বারা সেলফি তুলতে পারবেন খুব সুন্দর ভাবে ছবিগুলোর কোয়ালিটি ও অনেক হাই। মোবাইলটির প্রসেসর হিসেবে থাকছে অক্টাকোর 2.0 গিগাহার্জ। ফোনটি ভালোভাবে চালানোর জন্য এটিতে রয়েছে 5000 এম্পিয়ার এর একটি ব্যাটারি। ব্যাটারির চার্জিং ওয়ার্ড 18 তাহলে বোঝা যায় যে একবার চার্জ করলে কতক্ষণ চার্জে ব্যাকআপ দিবে। ফোনটি সবদিক থেকেই ভালো আপনারাই এটিকে যদি কিনতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করার জন্য আপনারা কন্টাক্ট আছএ পেয়ে যাবেন।
Post a Comment