শাওমি রেডমি এইট এই ফোনটি বাংলাদেশের রিলিজ হয়েছে অক্টোবর 2019। এই ফোনটিতে কালার হিসেবে রয়েছে লাল নীল কাল তিনটি কালারি বেস্ট কালার পছন্দ করার মতোই আকর্ষণীয় কালার ডিজাইনটা অনেক সুন্দর। নেটওয়ার্ক হিসেবে রয়েছে 2g 3g 4g সাপোটেদ এবং ডুয়েল সিম সাপোর্ট করে। ওয়াইফাই ডিটেকটিভ হটস্পট এটিতে।
ব্লুটুথ হিসেবে রয়েছে v4.2 এটিতে রয়েছে আরও রেডিও এফএম এবং ওটিজি সাপোর্ট এর টু পয়েন্ট জিরো। ইউএসবি টাইপ সি পোর্ট চার্জার কেবল। বডিতে রয়েছে মিনিমাল নস প্রটেক্টর হিসেবে রয়েছে কর্নিং গরিল্লা গ্লাস 5। ওজনের দিকে রয়েছে 188 গ্রাম। এখন আসি ডিসপ্লে কমিউনিকেশনে ডিসপ্লে সাইজ 6.22 ইঞ্চি। ডিসপ্লে রেগুলেশন হিসেবে রয়েছে এইচডি। ব্যাটারির দিকও রয়েছে খুব ভালো পারফর্মেন্স যেটি 5000 এম্পিয়ার ব্যাটারী একবার চার্জ করলে পুরো দু দিন চলে যাবে। এদিকে চার্জিং হিসেবে রয়েছে ফাস্ট চার্জার ওয়ার্ড 18। অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে এম আই ইউ আই ইলেভেন এবং এন্ড্রয়েড ভার্সন পাই v9। ফ্রিতে চিপসেট রয়েছে স্ন্যাপড্রাগন এর 449 এন এম। রামের দিকে রয়েছে 3 জিবি র্যাম আর রম রয়েছে 32gb আবার অন্যদিকে রয়েছে 4 জিবি র্যাম এবং 64gb রম। সাউন্ড সিস্টেম রয়েছে লাউড স্পিকার এবং 3.5 এমএম জ্যাক। সিকিউরিটি হিসেবে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সুপারফাস্ট এবং ফাস্ট ফেস আনলক ডিটেকশন। এই ফোনটির বাজার মূল্য রয়েছে 3 জিবি র্যাম 13999 টাকা এবং 4 জিবি র্যাম রয়েছে 14999 টাকা আপনি যদি এই ফোনটি কিনতে আগ্রহী হন তাহলে নিচের দেওয়া লিংকে ক্লিক করুন।
শাওমি রেডমি 8 নিউ ফোন 2020 বেস্ট রিভিউ বাংলা
Mirazul
0
إرسال تعليق