Apple MacBook Air (2020) review Bd
ম্যাকবুক এয়ার অ্যাপেল কোম্পানির একটি বেস্ট ল্যাপটপ জেটি খুব সিলিম ও পাতলা ল্যাপটপ এটি বাংলাদেশের বাজারে কিছুদিন আগে বের হয়েছে ল্যাপটপ টি কেনার জন্য অনেক খরচ করতে হবে । এই ল্যাপটপটি সকলের ব্যবহার করার উপযোগী কিন্তু এই ল্যাপটপটি অনেক সৌখিন ও স্টাইলিস্ট ও বটে এটি বাংলাদেশে আসার পর ক্রেতা অনেক বেশি থাকবে কারণ অ্যাপেল কোম্পানির যে কোন প্রোডাক্ট বের হলেই সেই প্রোডাক্ট গুলোর মান অনেক বেশি ভালই থাকে যার কারণে বাজারে খুব বেশি দিন চলে। এই ল্যাপটপটিতে ডিসপ্লে হিসেবে রয়েছে 13 ইঞ্চি ডিসপ্লে 6k রেগুলেশন জেটি আপনাকে ভিডিও দেখাতে খুব হেল্প করবে একদম মনেই হবে যে পানির মতোই ভিডিও দেখতে পারছেন। এটিতে প্রসেসর হিসেবে রয়েছে চারকোর ইন্টেল কোর আই সেভেন। এটিতে আপনি হার্ডডিক্সে হিসেবে পাবেন দুই টেরাবাইট যেটাকে বোঝাই 2000 জিবি হার্ডডিক্স এমনকি সামনে আপনি একটি ওয়েব ক্যামেরা ওপেন যেটার ভিডিও কোয়ালিটি অনেক সুন্দর ও অনেক ভালো সাধারণত এত ভালো ক্যামেরা ল্যাপটপে দেওয়া হয় না। আবার এডিতে এসএসডি ও রয়েছে হিসেবে থাকছে 256gb এসএসডি রয়েছে এবং সাথে রয়েছে আরেকটি সোলাট।এটিতে সিকিউরিটি হিসেবে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সিকিউরিটি এবং পাসওয়ার্ড সিকিউরিটি দুটো রয়েছে এবং রয়েছে ফেস ক্যামেরা যেটা দ্বারা আপনি রাতে ও ফেস আনলক করতে পারবেন খুব সুন্দরভাবে স্মুথলি। ল্যাপটপ কি যদি আপনারা কিনতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন।
إرسال تعليق