এই ল্যাপটপটি বাংলাদেশ নতুন রিলিজ পেয়েছে। এটি দেখতে খুব স্টাইলিস্ট এটির গঠনটাও অনেক সুন্দর এটি বিভিন্ন কালারের রয়েছে যেমন কালার গুলো হল গান মেটাল সবুজ কাল এবং লাল কালারের রয়েছে। এই ল্যাপটপটিতে বিভিন্ন ফিচার রয়েছে এই ফিচার গুলো অনেক ল্যাপটপগুলোতে পাওয়া যায় না এই ল্যাপটপটি অনেক সুন্দর করে ব্যবহার করা যায় এই ল্যাপটপটি দেখতে অনেক সিলিম। ব্যাকপ্যাকে ক্যারি করার জন্য খুব সুবিধা রয়েছে। এটিতে প্রসেসর হিসেবে রয়েছে কোর i3 কোর আই i5 এবং কোর i7। এটিতে আরো রয়েছে 12 এম ক্যাশ এবং প্রসেসর টু পয়েন্ট সিক্স জিরো গিগাহার্জ আপ টু রয়েছে 4.50 গিগাহার্জ। এটিতে ডিসপ্লে হিসেবে রয়েছে 15.6 ইঞ্চি ডিসপ্লে এবং ফোরকে ভিডিও সাপোর্টেড যেটা ভিডিওকে পুরো জীবন্ত করে দেখায়। এটিতে গ্রাফিক্স কার্ড হিসেবে রয়েছে Gtx 4gb গ্রাফিক্স। এটি তারা খুব সহজেই স্মুথলি ভিডিও এডিটিং করার সুবিধা পাবেন ভিডিও এডিটিং করার জন্য কোন ঝামেলা হবে না বড় বড় হার্ডলি সফটওয়্যার ইউজ করতে পারবেন এতে তারা এটিতে র্যাম হিসেবে রয়েছে 16 জিবি র্যাম যার কারণে আপনি যেকোন সফটওয়্যার ইন্সটল করে কাজ করতে পারবেন খুব সহজেই ইজিলি এবং হার্ডডিক্স হিসেবে রয়েছে ddr4 1000 জিবি হার্ডডিক্স। এই ল্যাপটপটিকে সুপারফাস্ট করার জন্য রয়েছে এসএসডি স্টোরেজঃ 512 স্টোরেজঃ দাঁড়া আপনার ল্যাপটপটি সুপারফাস্ট হয়ে যাবে। ব্যাটারি হিসেবে রয়েছে 97 ওয়ার্ল্ড এবং সেল হিসেবে রয়েছে ছোটা সেল যেটি আপনার চার্জ ব্যাকআপ খুব ভালো দিবে আপনি একটা না সারাদিন এটিকে সার্চ না করে চালাতে পারবেন একবার সার্চ করার পরে থেকে। এটিতে উইন্ডোজ হিসেবে রয়েছে উইন্ডোজ টেন 64 বিটের। আপনার টাইপিং করার জন্য রয়েছে সুপার ব্যাকেট কিবোর্ড যার দ্বারা আপনি খুব সহজেই টাইপিং করতে পারবেন খুব ইজিলি এবং রাত্রে টাইপিং করার জন্য ও রয়েছে ব্যাক লাইট এর ব্যবস্থা যার দ্বারা আপনি কি ওয়ার্ড গুলোকে সুন্দর ভাবে দেখে দেখে টাইপিং করতে পারবেন।
Dell XPS 15 (2020) bangla content with review
Mirazul
0
إرسال تعليق