Upcoming best Realme 7 pro mobile in Bangladesh
রিয়েলমি 7 প্রো মোবাইল নতুন রিলিজ হতে চলেছে এই ফোনটি এখনো পর্যন্ত বাংলাদেশে আসে নাই। আনঅফিসিয়াল ফোন টি চলে এসেছে ইতিমধ্যে বাংলাদেশ আর অফিশিয়াল এখনো আসে নাই কিন্তু এই ফোনটির বর্তমান দেমান্ড অনেক হতে চলেছে কারণ ফোনটিতে যে সব ফিচার রয়েছে তা অন্যান্য ফোনে থেকে আলাদা এজন্য ফোনটি অনেক লোকেরাই কিনতে আগ্রহী। এই ফোনটি গেটআপ অনেক সুন্দর কালার দুইটি রয়েছে এক রয়েছে ব্লু কালার আর দ্বিতীয়তঃ রয়েছে সিলভার কালার বুঝতে পারা যাচ্ছে যে ফোনটি কত সুন্দর। এই ফোনটিতে নেটওয়ার্ক সাপোর্ট হিসেবে রয়েছে 2g 3g 4g এবং আরো ওয়্যারলেস নেটওয়ার্ক কি হিসেবে রয়েছে ব্লুটুথ ওয়াইফাই এবং হটস্পট। যা দ্বারা শেয়ারিংয়ের জন্য অনেক উপকারী। ইউএসবি হিসেবে রয়েছে টু পয়েন্ট জিরো এবং এফএম রেডিও। এই মোবাইলটিতে পোর্ট রয়েছে টাইপ সি পোর্ট। পুরো বডি সাপোর্ট করার জন্য রয়েছে গরিলা গ্লাস। এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে থাকছে 6.4 ইঞ্চির ডিসপ্লে। এই ডিসপ্লেটা সুপার এমোলেড টেকনোলজি দ্বারা তৈরি। সামনের ক্যামেরা তে রয়েছে 32 ইঞ্চি একটি ক্যামেরা এবং পিছনের দিকে ক্যামেরা রয়েছে অনেকগুলি 4 টি ক্যামেরা রয়েছে এক রয়েছে 64 মেগাপিক্সেল দ্বিতীয় টি রয়েছে 8 মেগাপিক্সেল তৃতীয় টি রয়েছে 2 মেগাপিক্সেলের এবং রয়েছে 2 মেগাপিক্সেলের যেটা দ্বারা রেকর্ডিং করার জন্য ফোরকে রেকর্ডিং সাপোর্টেড রয়েছে। এটিতে রয়েছে ফাস্ট চার্জিং ব্যবস্থা পয়ষট্টি ওয়ার্ল্ড এর চার্জিং যেটা দ্বারা 34 মিনিটে 100% চার্জ করা সম্ভব। এর অপারেটিং সিস্টেম মেয়ে রয়েছে অ্যান্ড্রয়েড টেন এবং চিপসেট রয়েছে স্নাপড্রাগণ 720 এন এম। রামের দিকে রয়েছে সিক্স জিবি র্যাম এবং এইট জিবি র্যাম। রম রয়েছে 128gb এবং এইচডি কার্ড সাপোর্ট। এটিতে সিকিউরিটি হিসেবে রয়েছে ফেস আনলক এবং স্কিন ফিঙ্গারপ্রিন্ট খুব সুন্দর এই ফোনটি। এই ফোনটিতে প্রসেসর হিসেবে রয়েছে octa-core 2.3 গিগাহার্জ এই প্রসেসর দ্বারা খুব সুন্দর ভাবে গেমপ্লে করা যাবে গেম খেলতে কোন সমস্যা হবে না এই ফোনটিতে যে কোন গেম ইনস্টল করে খেলা যাবে।
إرسال تعليق