জিয়াওমি রেডমি নোট 9 প্রো বেস্ট ফোন 2020 বাংলায়



শাওমি নোট 9 প্রো


যদি বলা হয় কম বাজেটে ভালো ফোন কোনটি তাহলে এক কথায় সকলেই বলবে সমীর ফোনগুলো কম টাকায় ভালো ফোন পাওয়া যায়।আমরা কম বেশি সবাই জানি যে রেডমি বাই শাওমির প্রোডাক্টগুলো খুব ভালো হয়ে থাকে এজন্য শাওমির একটি ফোন নতুন এসেছে ফোন টির নাম হল শাওমি নোট 9 প্রো যেটি এখন সচরাচর প্রায় সকলের কাছেই পাওয়া যাচ্ছে এটি ব্যবহার অনেক বেড়ে গেছে এই ফোনটি অনেকগুলো ভালো ভালো কিছু ফিচার রয়েছে।আসলে ফোন যতই আপডেট হয় ততই ফিচারগুলো বেড়ে যায় এখন বলা যায় যে নতুন যে ফোনটি বাজারে আসবে সেই ফোনটি পিছনের ফোনের থেকে অনেক ভালো হতে হবে না হলে হবে না এটা আমরা সকলেই জেনে থাকি।আমরা এই ফোনটি কিনতে পারি যারা গেমিং প্রিয় তাদের জন্য একটি ভালো ফোন এবং যারা ফটোগ্রাফি করার জন্য এই ফোনটি ইউজ করতে পারি এই ফোনটি সবদিকেই এক্সপার্ট মনে হয়।আমরা দেখে থাকবো যে এই ফোনটিতে র্যাম হিসেবে রয়েছে 6gb রেম এবং রম হিসেবে রয়েছে 128gb রম যেটাকে আমরা বলে থাকি ইন্টার্নাল স্টোরেজ।এই ফোনটি এমনভাবে জনপ্রিয় হয়েছে যে এটি মার্কেটে খুব এভেলেবেল পাওয়া যাচ্ছে।আমরা যদি ক্যামেরার কথা বলি তাহলে এটির পেছনের দিকে যে ক্যামেরা রয়েছে তাতে 4 টি ক্যামেরা রয়েছে যার একটি হচ্ছে 64 মেগাপিক্সেল এবং দ্বিতীয়টি হচ্ছে 8 মেগাপিক্সেল এবংতৃতীয় টি 2 মেগাপিক্সেলের এবং চতুর্থটি ও 2 মেগাপিক্সেলের ক্যামেরা গুলোর দ্বারা আমরা অনেক সুন্দর ফটোগ্রাফি করতে পারব এবং এবং ভিডিও রেকর্ডিং করতে পারব ফোরকে ভিডিও রেকর্ডিং যেটা ভিডিওকে করে তুলবে জীবন্ত পানির মতো।এটিতে প্রফেসর হিসেবে রয়েছে স্নাপড্রাগণ 720g অক্টা কোর টু পয়েন্ট জিরো যার দ্বারা আমরা পারফরমেন্স অনেক ভাল পেয়ে থাকবো।ব্যাটারি ব্যাকআপ ও অনেক সুন্দর আমরা জানি যে শাওমি প্রোডাক্টগুলো ব্যাটারি ব্যাকআপ এর দিক থেকেও অনেক উপরে এক কথায় বলা যায় অনেক ফাস্ট সিকিউরিটি হিসেবে ব্যবহার করা হয়েছেফিঙ্গারপ্রিন্ট আনলক ফেস আনলক করার জন্য অনেক সময় কম লাগে এবং ফিঙ্গারপ্রিন্ট ও অনেক সময় কম লাগে বলা যায় যে টাচ করলেই ফিঙ্গারপ্রিন্ট তে কাজ হয় এবং ফেস আনলক ও অনেক ফাস্ট।

Post a Comment

أحدث أقدم

Sponsored Links