অ্যাপেল আইফোন ইলেভেন সেপ্টেম্বর 2019 সালে রিলিজ কৃত সেরা ফোন আইফোন ইলেভেন। এই ফোনটি একটি বিলাসবহুল ফোন বাংলাদেশের রিলিজ পাওয়ার পর এই ফোনটি অনেক দিন চলেছে বাট এখনো অনেক জনপ্রিয় রয়েছে। ফোনটি বিভিন্ন কালারে বিভক্ত রয়েছে যেমন লাল কালার এবং হলুদ কালার কালো কালার ইত্যাদি। ফোনটিতে নেটওয়ার্ক হিসেবে রয়েছে 2g 3g 4g সাপোর্টেড। সিম হিসেবে রয়েছে ডুয়েল সিম কিন্তু দুটাই nano-sim সোল্টাট। ওয়ারলেস নেটওয়ার্ক হিসেবে রয়েছে ওয়াইফাই হটস্পট এবং ব্লুটুথ 5.0 এন এম। ইউজবি হিসেবে রয়েছে টু পয়েন্ট জিরো যেটা ফাইল ট্রান্সফার করার জন্য মোটামুটি ভালই একটি ইউএসবি পোর্ট। কিন্তু ইউএসবি ব্যবহার করতে হলে ওটিজি ক্যাবল দিয়ে ব্যবহার করতে হয়। এটিতে স্টাইলিস্ট হিসেবে রয়েছে নস।
মোবাইলটির ওজন হিসেবে রয়েছে 194 গ্রাম। এখন আসা যাক ডিসপ্লে সাইজ এর দিকে ডিসপ্লের সাইজ হল 6.1 ইঞ্চি এবং এই ডিসপ্লের প্রটেকশন হিসেবে রয়েছে সুন্দর একটি গরিলা গ্লাস। পেছনের দিকে রয়েছে সুন্দর দুটি ক্যামেরা যে ক্যামেরার দুটির মেগাপিক্সেলের হল 12 মেগাপিক্সেল এবং অন্য ক্যামেরা মেগাপিক্সেলের ও 12 যে ক্যামেরার তারা সুন্দর ফটোগ্রাফি ও ভিডিও রেকর্ডিং করা যায়। এখন আসা যাক সামনের ক্যামেরার দিকে সামনের ক্যামেরা তে ও রয়েছে 12 মেগাপিক্সেল এর একটি ক্যামেরা এবং আরো রয়েছে ভিডিও রেকর্ডিং ব্যবস্থা। ব্যাটারির দিকে রয়েছে লিথিয়াম 1310 এম্পিয়ার এর ব্যাটারি এবং চার্জিং হিসেবে এর ওয়ার্ড রয়েছে 18 ওয়ার্ল্ডের ফাস্ট চার্জিং ব্যবস্থা। 30 মিনিট সার্চ করলে 50% চার্জ হয়ে যাবে। এই ফোনটির অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে আইওএস থার্টিন। রাম রয়েছে 4gb এবং রম 64gb এই ফোনটিতে একটি সমস্যা রয়েছে যে সমস্যাটি হল মেমোরি সুরাট নেই এক্সটার্নাল কোন মেমোরি ব্যবহার করা যাবে না। ফোনটির সিকিউরিটি হিসেবে রয়েছে ফেস আনলক কিন্তু আরেকটি সমস্যা হল যেকোনো ফিঙ্গারপ্রিন্ট সেন্সর নাই। এই ফোনটি যদি কেউ কেনার জন্য আগ্রহী থাকেন তাহলে নিচে দেয়া লিংকে ক্লিক করুন আরো বিস্তারিত জানতে পারবেন। Click here
إرسال تعليق